চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থেকে দুইটি পেট্রোলবোমা ও একটি অবিষ্ফোরিত ককটেলসহ এক ছাত্রদল নেতাকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। আটক ছাত্রদল নেতা কোতয়ালী থানা ছাত্রদলের সদস্য বলে জানা গেছে।
বুধবার (১ নভেম্বর) বেলা দেড়টার দিকে কোতোয়ালী থানার আর্ট মার্চিং মোড় থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
আটক ছাত্রদল নেতার নাম তৌহিদুল ইসলাম (২৮)।
আটকের বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, দেড়টার দিকে ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দলের ২৫-৩০ জন সমর্থক অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে আট মার্চিং মোড়ে দুইটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। তারা একটি বাস ভাংচুর করে।
খবর পেয়ে আমাদের টহল পুলিশের একটি দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে তৌহিদুলকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী একই স্থান থেকে ককটেল ও পেট্রোলবোমা গুলো উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, বড় নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো সংরক্ষণ করা হয়েছিল। আমরা পরবর্তীতে জিজ্ঞাসাবাদে অন্য কোথাও আরও বোমা আছে কি-না তা জানার চেষ্টা করবো।
আটক তৌহিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি জাহিদুল কবির।
বিএস/এমএফও