পেকুয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়া পুলিশ অভিযান চালিয়ে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম মুহাম্মদ মিরাজ (২৫)। তিনি উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী গ্রামের আবুল হোসেনের ছেলে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বারবাকিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) কামরুল আজম জানান, গোপন সংবাদে পেকুয়া থানার এএসআই মিজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মিরাজকে গ্রেপ্তার করে। একটি পারিবারিক মামলায় তার বিরুদ্ধে তিন মাসের সাজা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm