পেকুয়ায় ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

কক্সবাজারের পেকুয়ায় নেচার আহমদ (২৮) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের মিয়াপাড়া এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াকুবুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

নেচার আহমদ একই এলাকার মোজাহের আহমদের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

s alam president – mobile

নিহতের ভাই আব্দুর রহিম প্রকাশ বাদশা বলেন, বুধবার রাতের খাবার খেয়ে যথারীতি ঘুমিয়ে পড়েছিল আমার ভাই নেচার আহমদ। সকালে ডাকাডাকি করার পরও দরজা না খোলায় সন্দেহের সৃষ্টি হয়। এ সময় পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূইয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!