পেকুয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, ১২টি বন্দুক উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় ডাকাতদলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের গোলাগুলিতে ডাকাত দলের শীর্ষ সদস্য মোহাম্মদ আলম প্রকাশ আলম ডাকাত (২৮) নিহত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাত ২টায় টইটং ইউনিয়নের দুর্গম গুদিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলে পাওয়া যায় ১২টি বন্দুক ও ২৩ রাউন্ড কার্তুজ।

নিহত মোহাম্মদ আলম রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ার মোহাম্মদ আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম। তিনি বলেন, ‘সোমবার গভীর রাতে টইটং ইউনিয়নের গুদিকাটা গ্রামে দুই ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। এ সময় স্বশস্ত্র ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় ডাকাতদলের সদস্যরা গহীন অরণ্যের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ আলমের মরদেহ, অস্ত্র ও গুলি উদ্ধার করে।’

আলমের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!