পেকুয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে বেলি সুলতানা রুচি (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। বেলি সুলতানা রুচি একই এলাকার মকসুদ আহমদের মেয়ে ও পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, ‘কলেজ শিক্ষার্থী বেবি সুলতানা মৃগী রোগী ছিল। বৃহস্পতিবার সকালে কলেজ থেকে ফিরে সে নিজেদের পুকুরে গেলে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও রুচির স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘কলেজছাত্রীর মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm