পেকুয়ায় তুচ্ছ ঘটনার জেরে গৃহবধূকে পিটিয়ে জখম

কক্সবাজারের পেকুয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে ফাতেমা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ওই গৃহবধূকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ফাতেমা বেগম একই এলাকার ইয়াকুব আলীর স্ত্রী।

স্বামী ইয়াকুব আলী বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে একই এলাকার মৃত ওমর আলীর ছেলে তালেব আলী, তার স্ত্রী খাইরুন্নেছা, মেয়ে হাদিসা বেগম ও রুমা বেগম আমার স্ত্রীর উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm