কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কার্ড উদ্ধার করা হয়।
আটক জুয়াড়িরা হলেন একই ইউনিয়নের ভারুয়াখালী এলাকার রমিজ উদ্দিনের ছেলে লোকমান হাকিম (১৯), শিলখালী ইউনিয়নের সবুজ পাড়া এলাকার আবদুল জলিলের ছেলে বেলাল উদ্দিন (১৮) ও এজহার মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (১৮)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও তিন জুয়াড়িকে আটক করে পুলিশ।’
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসএস