পেকুয়ায় জব্দ করা ২০০ কেজি ইলিশ এতিমখানায়

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ৫ মন ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টায় এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাঈকা শাহাদত। পরে মাছগুলো এতিমখানায় বিতরণ করেন ইউএনও।

পেকুয়া উপজেলা মৎস্য অফিসার বেনজির আহমদ বলেন, সারাদেশে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত (২২ দিন) সাগরে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। বুধবার সকালে পেকুয়া বাজারে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেনের ৫মন ইলিশ (প্রায় ২০০ কেজি) জব্দ করি। আলী হোসেন (৩৮) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা গ্রামের শামসুল আলমের ছেলে।

পেকুয়া নির্বাহী কর্মকর্মা (ইউএনও) ছাঈকা শাহাদত বলেন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলী হোসেন নামের এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছি। তার কাছ থেকে জব্দকৃত প্রায় ২০০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করে দিয়েছি। অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ইলিশের বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!