পেকুয়া সংবাদদাতা : চাঁদা না দেওয়ায় পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের দুই সদস্যের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে পেকুয়া বাজারের হাজী আকতার মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন রাজাখালী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মনজুর আলম ও ৯নং ওয়ার্ডের সদস্য মো. বাদশা।
আহত ইউপি সদস্য মনজুর আলম বলেন, কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের বেতন উত্তোলনের নির্ধারিত দিন ছিল বৃহস্পতিবার। আমি শ্রমিকদের নিয়ে কৃষি ব্যাংক পেকুয়া শাখায় গেলে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে নাজিম উদ্দিন ও জালাল উদ্দিন নামে দুই দুর্বৃত্ত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর শুরু করে। এসময় অপর ইউপির সদস্য মো. বাদশা আমাকে উদ্ধারে এগিয়ে এলে তার ওপরও হামলা করে দুর্বৃত্তরা।
পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের পক্ষ থেকে একটি লিখিত এজাহার দেওয়া হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল করিম বলেন, ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।