পেকুয়ায় অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরী একটি এক নলা বন্দুক ও ৪৫ পিস ইয়াবাসহ আবুল হাশেম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

atok-sm20161001034758

গতকাল শুক্রবার ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজী পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার ১ অক্টোবর সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক একই এলাকার আবদুল মোতালেবের ছেলে।

 
পেকুয়া থানার অফিসার ইনচর্জা জিয়া মো. মুস্তাফিজ ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে অভিযান চালায়। এসময় আবুল হাশেমকে বাড়ি থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করি।

 

গ্রেপ্তারকৃত আবুল হাশেমের  বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, শনিবার সকাল ১১ টায় ধৃত আবুশ হাশেমকে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রিপোর্ট : মুকুল কান্তি দাশ,চকরিয়া :

Yakub Group

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!