কক্সবাজারের পেকুয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর ছেলে মাহমুদ দাইয়ানের খোঁজ মিলছে না।
শুক্রবার (১০ মার্চ) রাত ১১টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
দাইয়ানের বয়স ১৬ বছর। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুলপর ১০ম শ্রেণীর ছাত্র সে।
পেকুয়া উপজেলা সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, ‘আমার বড় ছেলে মাহমুদ দাইয়ান গতরাত ১১টার সময় কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়। এখনো পর্যন্ত সে বাসায় ফিরে নাই। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ আমরা পাইনি। থানায় জিডি করা হয়েছে।’
দাইয়ানের চাচা মো. হেদায়েত আজিজ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শুক্রবার রাত আনুমানিক ১১টার সময় পরিবারের সদস্যদের না জানিয়ে চান্দগাঁও আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে যায় দাইয়ান। এরপর থেকে সকল সম্ভাব্য স্থানে খোঁজ করা হয়েছে। এখনো পর্যন্ত দাইয়ানের কোনো সন্ধান পাওয়া যায়নি।’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মাহমুদ দাইয়ান নামের একজন নিখোঁজ রয়েছেন বলে জিডি করা হয়েছে। তাকে উদ্ধার করতে আমাদের টিম কাজ করে যাচ্ছে।’
আরএম/ডিজে