পেকুয়ার নাসির হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার চান্দগাঁওয়ে

কক্সবাজারের পেকুয়ার মো. নাসির হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা নাসিরকে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা।

সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১১টায় নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার পণ্ডিতপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে মো. সাকের হোসেন (৫৫) ও একই গ্রামের ছাবের আহমেদের ছেলে জাহেদুল ইসলাম (২৫)।

s alam president – mobile

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গত ৩০ অক্টোবর দুষ্কৃতকারীরা নাসিরকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নাসিরের স্ত্রী বাদি হয়ে পেকুয়া থানায় মামলা করেন। মামলার এজাহারে ও ঘটনার অন্যতম পরিকল্পনাকারী সাকের হোসেন ও জাহেদুল ইসলামকে চট্টগ্রামের চান্দগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা নাসির হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে।

২০১৮ এবং ২০২০ সালে নাসিরসহ ৭৭ জন কুখ্যাত জলদস্যু র‌্যাবের হাতে আত্মসমর্পণ করেন। পরবর্তী সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় স্বাভাবিক জীবনযাপন শুরু করেন।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm