পেকুয়ার ‘তারুণ্য উজানটিয়া’ আলো ছড়াবে উপকূলের অবহেলিত জনপদে

শতাধিক টগবগে তরুণ। শত প্রতিকূলতা ডিঙিয়ে তারা দেশের বিভিন্ন স্থানে রাখছে মেধার স্বাক্ষর। তাদের কেউ প্রাচ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আবার কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মহসীন কলেজে মতো নামি-দামি প্রতিষ্ঠানের ছাত্র। আর তরুণ না হয়েও তারুণ্যের কাঁধে কাঁধ মেলাতে এসেছেন এলাকার শিক্ষক, রাজনীতিবিদেরা। আবার এদের সবার একটি পরিচয় আছে, ‘তারুণ্য উজানটিয়া’ সদস্য। মূলত সামাজিক সংগঠন তারুণ্য উজানটিয়ার ইফতার মাহফিলের সুবাদে একত্রিত হয়েছে তারা।

এই উজাটিয়া কক্সবাজার উপকূলের অন্যতম অবহেলিত ও অনুন্নত জনপদ। তবে স্থানীয়রা সমবেত তরুণদের উপর আস্থা রাখতে চায়। সবার সমন্বিত প্রচেষ্টায় বদলে যাবে উজানটিয়া–এমন আশা তাদের। পাশাপাশি তরুণদের অভয় দিয়ে শেকড়ের টানে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয়রা।

মঙ্গলবার (৯ এপ্রিল) পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফোকানের দোকান সংলগ্ন মাঠে বসেছে সচেতন তরুণদের লিমনমেলা।

ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবছার হাসানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা তৌহিদুল ইসলাম জিমেল, দৈনিক সমকালের পেকুয়া প্রতিনিধি বেলাল উদ্দিন বিল্লাল, কালবেলা পত্রিকার উপকূলীয় প্রতিনিধি মোহাম্মদ সাগর, দৈনিক মানবকণ্ঠের পেকুয়া উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন রিহান, জিয়া উদ্দিন আরমানসহ উজানটিয়ার শতাধিক মেধাবী ছাত্র।

তরুণদের উদ্দেশ্য করে পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী বলেন, ‘উজানটিয়া উপকূলের সবচেয়ে অবহেলিত জনপদ। আপনাদের (তরুণদের) সমবেত হতে দেখে আমি আনন্দিত৷ এতো সুশৃঙ্খল আয়োজন আমি দেখিনি। একইভাবে উজানটিয়া স্বার্থে আপনারা সবাই একযোগে কাজ করবেন। আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে আছি সবসময়।’

উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামাল বলেন, ‘দেশের বিভিন্নস্থানে এই এলাকার তরুণরা প্রতিষ্ঠিত। তারা নিজের মাতৃভূমির জন্য কিছু করতে চাচ্ছে দেখে আমার ভালো লাগছে। আপনাদের সবকাজে আমি সম্পৃক্ত থাকবো।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম জিমেল বলেন, ‘এতো তরুণদের একসঙ্গে দেখে ভালো লাগছে। উজানটিয়ার জন্য আমরা কাজ করে যাব।’

দৈনিক সমকালের পেকুয়া উপজেলা প্রতিনিধি বেলাল উদ্দিন বিল্লাল বলেন, আমাদের এখানে উপস্থিত অনেকে ঢাকা চট্টগ্রামের প্রতিষ্ঠিত। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের এলাকার তরুণরা উচ্চশিক্ষার জন্য যান। সেখানে বিভিন্ন সমস্যা থাকে। আমাদের মাঝে যোগাযোগ থাকলে সেসব সমস্যা থেকে উত্তরণ কোনো ব্যাপার না।  তাই সবার সহযোগিতা পেলে প্রাণের উজানটিয়াকে এগিয়ে নেওয়া যাবে।

তারণ্য উজানটিয়া সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবছার হাসান বলেন, ‘এই সংগঠন স্বপ্নদ্রষ্টা আমার বন্ধু শহিদ আসাদ। আমরা দু’জনই পড়াশোনা শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা দেশমাতৃকার জন্য লড়ে যেতে চাই। সম্মিলিত উদ্যোগে অবহেলিত জনপদের চেহারা বদলে দিতে চাই।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm