পেকুয়ায় পাহাড়ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ আগস্ট) ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের জারালবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাহাড়ধসে নিহতরা হলেন—মমতাজ বেগম (৩৮), মইনা বেগম (১১) ও তোহা মিয়া (৭)।

পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি ইলিয়াস বলেন, অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে পাহাড়ধসে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয় জানান, শনিবার রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। এ কারণে পাহাড়ধসে রাত ৩টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের তিন সদস্য মাটির নিচে চাপা পড়ে মারা যান।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm