পেঁয়াজের উচ্চমূল্য: বিভিন্ন বাজারে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

পেঁয়াজের অস্বাভাবিক মূল্য নিয়ন্ত্রণে নগরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় । পেঁয়াজের বাজারমূল্য পর্যালোচনা এবং পাইকারি বাজারে মূল্যহ্রাসের ক্ষেত্রে খুচরা বাজারে প্রভাব বিশ্লেষণের জন্য বহদ্দারহাট, ২ নম্বর গেট, কর্ণফুলী মার্কেট, কাজীর দেউড়ি এলাকায় সমন্বিত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মূল্যতালিকার বাইরে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে কাজীর দেউড়ির ইলিয়াস স্টোরকে ৫ হাজার টাকা, ভাই ভাই ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা, কর্ণফুলী মার্কেটের মেসার্স জালাল স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স মক্কা স্টোরকে ৫ হাজার টাকা, ২ নম্বর গেট এলাকার মাবিয়া স্টোরকে ৫০ হাজার টাকা, বহদ্দারহাট হক মার্কেটের মা-বাবা স্টোরকে ৩০ হাজার টাকা ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো সেলিম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদা ফাতেমা চৌধুরী অংশ নেন।

সিএম/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm