প্রতিদিন ডেস্ক : মিরসরাই উপজেলায় ও নগরীর কর্ণফুলী এবং টাইগারপাস এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরোও তিনজন।
মঙ্গলবার মধ্যরাতে ও বুধবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. সবুজ (২৫), মোশাররফ হোসেন রনি (২৪), মো. কাইয়ুম (২৩) ও রাফাইল মগুল (৫২)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।
তিনি বলেন, সকালে নিজ কর্মস্থলে যাওয়ার পথে নগরীর টাইগারপাস এলাকায় সিটি বাসের ধাক্কায় নগরীর দামপাড়া এলাকার অমিতা মগুলের ছেলে রাফাইল মগুল গুরুত আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেকে নিয়ে আসলে চিকিৎস মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় ট্রাকের ধাক্কায় আনোয়ারা উপজেলার বাসিন্দা কাইয়ুম নামের এক যুবক নিহত হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে নিয়ে আসেন বলে জানান জহিরুল।
অন্যদিকে মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় দুটি মোটর সাইকেলের সংঘর্ষে সবুজ ও মোশাররফ হোসেন রনি নামে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জোরালগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম। এঘটনায় আরোও তিন জন আহত হয়।