রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম ও ঢাকার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের প্রধান যান্ত্রিক প্রকৌশলীর নাম রয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ে রোলিং স্টক অপারেশন উন্নয়ন (রোলিং স্টক) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক(প্রধান যন্ত্র প্রকৌশলী) কাজী মো. সেলিমকে চট্টগ্রামের প্রধান যান্ত্রিক প্রকৌশলী পদে বদলি করা হয়। আর চট্টগ্রামের প্রধান যান্ত্রিক প্রকৌশলী তাপস কুমার সরকার দাসকে পাঠানো হয়েছে মো. সেলিমের জায়গায়।
এছাড়া রেল ভবনের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) তাবাসসুম বিনতে ইসলামকে চট্টগ্রামে অতিরিক্ত মহাব্যবস্থাপক (পূর্ব), যুগ্ম মহাপরিচালক (পার্সোনাল) সাদরুল হককে রেল ভবনের যুগ্ম মহাপরিচালক (উন্নয়ন রোলিং স্টক), অতিরিক্ত প্রধান পরিকল্পনা কর্মকর্তা বেলাল হোসেন সরকারকে প্রধান পরিকল্পনা কর্মকর্তা, পরিচালক (উন্নয়ন যান্ত্রিক) মো. আমিনুর হাসানকে ঢাকার যুগ্ম মহাপরিচালক (লোকো) ও পার্বতীপুরের প্রধান নির্বাহী (কেলোকা) মো. রফিকুল ইসলামকে রেল ভবনের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) পদে বদলি করা হয়।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) তাপস কুমার দাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। মালামাল সরবরাহ না করে সরকারের ১ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অপরাধে তাপস কুমারসহ চারজনকে এ মামলার আসামি করা হয়। মামলার তিন দিন পর তাকে বদলি করা হয়েছে।
জেএস/ডিজে