শহরের বুকে পূর্ব মাদারবাড়ির এই হাল!

নালা-নর্দমা ভরাট আবর্জনায়

চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ির অধিকাংশ নালা-নর্দমাই ভরাট হয়ে আছে আবর্জনা ও মাটি দিয়ে।এ অবস্থায় আসন্ন বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশংকা করছেন এই ওয়ার্ডের বাসিন্দারা। জলাবদ্ধতার ব্যাপারে শঙ্কিত খোদ ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী। অন্যদিকে নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক মেগা প্রকল্প বাস্তবায়নাধীন থাকায় নালা থেকে মাটি উত্তোলনে চসিকের মধ্যে দ্বিধা কাজ করছে।

তবে এলাকাবাসী অভিযোগ করে বলছেন, সমস্যা সমাধানে কাউন্সিলর আন্তরিক নন। খুঁজলে তাকে এলাকায় পাওয়া যায় না।

chittagong-east-madarbari

সরেজমিন গিয়ে দেখা গেছে, বাচুনি মার কলোনির পেছন হয়ে দক্ষিণ নালাপাড়া ব্রিজ হয়ে পুরাতন ওয়ার্ড অফিস (ইউনুস মিয়া মাতৃসদন মুখ) পর্যন্ত নালাটি ভরে আছে মাটি ও আবর্জনায়। ওয়ার্ড অফিস হয়ে আজিম সওদাগর বাড়ি পর্যন্ত নালাটিও ভরাট। মাটি ও ময়লায় ভরাট হয়ে গেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের বেশিরভাগ নালা-নর্দমা।

এছাড়াও এই ওয়ার্ডের আজিম সওদাগরের বাড়ি হয়ে ইলিয়াছ সর্দারের বাড়ি পর্যন্ত নালা, দারোগাহাট বার্মা মসজিদ হয়ে কলাবাগানসহ জেলেপাড়া মুখ পর্যন্ত নালা, জেলেপাড়া মুখ হয়ে (রেলি ব্রাদার্স) রেলি কলোনিসহ বাংলাদেশ করপোরেশনের পেছন পর্যন্ত নালা, পদ্মা অয়েল হয়ে জেলে পাড়া মুখ পর্যন্ত নালা, কাদের চৌধুরী বাড়ি হয়ে সেলিম চৌধুরী বাড়ি, খলিল হাজীর বাড়ির পেছন পর্যন্ত নালা, শরীফ বাড়ি ও রাবিয়া ওয়ার্কশপের ইউনুছ ড্রাইভার বাড়ি পেছন হয়ে যুবরাজ কমিশনারের বাড়ি পর্যন্ত নালা মাটিতে ভরাট হয়ে গেছে। এছাড়াও নুর মিয়া মাস্টারের বাড়ি হয়ে টিঅ্যান্ডটি বক্স পর্যন্ত, টিঅ্যান্ডটি বক্স হয়ে ডেপুটি বাড়ির পেছন হয়ে কর্ণফুলী নদীর মুখ পর্যন্ত, নছিম সওদাগর বাড়ির সামনে হয়ে কলাবাগানসহ মাইল্যা বিলের মুখ পর্যন্ত, দক্ষিণ নালাপাড়া ইসলাম টাওয়ারের পেছন হয়ে ধনসওদাগর লেইন কাসেম কন্ট্রাক্টরের বাড়ি পর্যন্ত, উত্তর নালাপাড়া হক সাহেবের গলির মুখ হতে শরিক মসজিদ সংলগ্ন হাজী কলোনির পেছনে বড় নালা ভরাট হয়ে গেছে মাটি ও ময়লায়।

chittagong-east-madarbari

উত্তর-নালা পাড়ার তৃতীয় তলা মসজিদ গলির এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম এলাকার সমস্যার সমাধানে আন্তরিক নন। নালা-নর্দমা পরিস্কারে তেমন কোন উদ্যোগ নেননি। নির্বাচিত হওয়ার পর থেকে তাকে এলাকায় তেমন দেখা যায় না।’

এই ওয়ার্ডের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, বিগত কয়েক বছর ধরে অতি বৃষ্টিতে এই ওয়ার্ড এলাকার জনগণ মানবেতর জীবনযাপন করছেন। নালাগুলো মাটি ও ময়লায় পূর্ণ হওয়ার কারণে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং চলাচলের রাস্তা ও বসবাসের স্থানে ময়লা পানি প্রবাহিত হচ্ছে।

ওই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক ব্যক্তি বলেন, ‘উত্তর নালাপাড়ার শেষে দক্ষিণ নালাপাড়া যেখান থেকে শুরু সেখানে কাউন্সিলরের ঘনিষ্ঠ এক ব্যক্তি নালার ভিতর জাল দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে ময়লা-আবর্জনা সরছে না। ফলে অল্প বৃষ্টিতেই কোমর পরিমাণ পানিতে বন্দি হয়ে যায় মসজিদ গলির বাসিন্দারা।’

chittagong-east-madarbari

এ প্রসঙ্গে জানতে চাইলে কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের সব নালা-নর্দমা মাটি ও আবর্জনায় ভরা হয়ে গেছে। জরুরিভিত্তিতে এই ওয়ার্ডের নালা-নর্দমা থেকে মাটি উত্তোলন করা প্রয়োজন।’

এলাকাবাসীর অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘নালা-নর্দমা থেকে মাটি উত্তোলন করা সিটি করপোরেশনের কাজ নয়, এটা সিডিএর কাজ। তারপরও আমি মেয়রকে পত্র দিয়েছি। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীকে দায়িত্ব দিয়েছেন। আর কেউ নালায় জাল দিয়ে পানিপ্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকলে নাম ঠিকানা দিন, আমি ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার মধ্যাংশে পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের অবস্থান। পূর্ব মাদারবাড়ি, নালাপাড়া, সদরঘাট, দক্ষিণ মাদারবাড়ি এই ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা। ১ দশমিক ১৬ বর্গমিটার আয়তনের এই ওয়ার্ডে সাক্ষরতার হার ৬০ দশমিক ১০ শতাংশ এবং জনসংখ্যা প্রায় দেড় লক্ষাধিক। এ ওয়ার্ডে দুটি কলেজ, একটি স্কুল অ্যান্ড কলেজ, দুটি মাধ্যমিক বিদ্যালয় ও পাঁচটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm