বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামে সাইকেল র্যালির করেছে ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার (৫ জুন) নগরবাসীদের সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন ফেস্টুন নিয়ে এই র্যালি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল ইসলাম পারেল ও সাধারণ সম্পাদক বেলাল হিরা, সহ সভাপতি নাজমুল হাসান, আবির হোসেন রাকিব, তোহা জাহেদ চৌধুরী, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আকিব, আমির ফরহান, জাবেদ; দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম রায়হান।
আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক টিটন দাশ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরমান, সদস্য সাকিব, দিদার, মনির।
সাইকেল র্যালিটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন এবং পরিবেশ রক্ষা সম্পর্কে নগরবাসীকে সচেতন করে।