পুলিশ সদস্যদের সততার সাথে কাজ করার আহবান জানালেন ডিআইজি আনোয়ার
কক্সবাজার জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব নিয়ে জনগণের বন্ধু হিসেবে সততার সাথে কাজ করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবাগত ডিআইজি মো. আনোয়ার হোসেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান তিনি।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্স ড্রীল শেডে এই বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি মো. আনোয়ার হোসেন বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরে পুলিশ লাইন্স পরিদর্শন করেন তিনি।
এ সময় কক্সবাজারের কমান্ডেন্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাড়ি, ক্যাম্প ও পুলিশ লাইন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসএ