চট্টগ্রামের সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের সংকেত দেখে পালাতে গিয়ে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। উল্টো দিকে যাওয়ার পথে তেলবাহী একটি লরির সঙ্গে ধাক্কায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এক যাত্রীও আহত হয়েছেন।
বুধবার (১৯ জুন) দুপুর ২টায় উপজেলার মগপুকুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মেজবাহ উদ্দিন (৩৮)। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের তেলিপাড়া এলাকার বাসিন্দা।
আহত যাত্রীর নাম আরিফুর রহমান। তিনি কুমিরা ইউনিয়নের সোনারপাড়া গ্রামের বাসিন্দা।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ঈদের কারণে মহাসড়ক অনেকটাই ফাঁকা। বুধবার বেপোরোয়া গতির গাড়ির বিরুদ্ধে স্পিডগান দিয়ে মামলা দেওয়া হচ্ছিল। এমন সময় দেখা যায়, একটি তেলবাহী লরির সঙ্গে পাল্লা দিয়ে চলছিল দুটো সিএনজি অটোরিকশা। আমরা লরিটিকে থামতে সংকেট দিলে ওই অটোরিকশা দুটো উল্টোপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন একটি অটোরিকশা ওই লরির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন অটোরিকশার ড্রাইভার ও এক যাত্রী।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন জানান, আহত অটোরিকশার চালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিজে