পুলিশের হাতে ধরা চট্টগ্রামের সেই শিশুনিপীড়ক দুবাইপ্রবাসী, সিসিটিভিতে ছিল প্রমাণ

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রকাশ্যে এক ছেলেশিশুকে যৌননিপীড়নের চেষ্টা চালিয়ে আলোচনায় আসা সাতকানিয়ার সেই দুবাইপ্রবাসী লোককে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) বিকেলে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নামে ৪২ বছর বয়সী ওই লোককে গ্রেপ্তার করে লোহাগাড়া থানার পুলিশ। তিনি ছমদর পাড়া ৪নং ওয়ার্ডের ১ নম্বর গলির বাসিন্দা আব্দুস সালামের ছেলে। তারা জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরীর প্রতিবেশী। এর আগে ১২ বছর বয়সী শিশুপুত্রকে যৌন হয়রানির দায়ে তার বাবা নারী ও শিশু নির্যাতন আইনে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশের হাতে ধরা চট্টগ্রামের সেই শিশুনিপীড়ক দুবাইপ্রবাসী, সিসিটিভিতে ছিল প্রমাণ 1

জানা গেছে, গত ১১ মার্চ রাত পৌনে ১২টার দিকে লোহাগাড়ার আমিরাবাদ বটতলী মোটর স্টেশনে পান খেতে যান দুবাইপ্রবাসী নুরুল ইসলাম। এ সময় পাশের একটি দোকানে একটি শিশুকে একা দেখতে পেয়ে নুরুল ইসলাম তাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। শিশুটি ঈদের কেনাকাটার জন্য তার এক আত্মীয়ের মালিকানাধীন সোহা ডিপার্টমেন্টাল স্টোরে যায়।

পুলিশের হাতে ধরা চট্টগ্রামের সেই শিশুনিপীড়ক দুবাইপ্রবাসী, সিসিটিভিতে ছিল প্রমাণ 2

১৯ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, লোহাগাড়া বটতলী এলাকার মোটরস্টেশনের একটি দোকানে দুটি ছেলেশিশু দাঁড়িয়ে ছিল। মাথায় টুপি ও পাঞ্জাবি পরা শিশুনিপীড়ক নুরুল ইসলাম এ সময় একটি চার-পাঁচ বছরের একটি শিশুকে ডেকে জড়িয়ে ধরে। এ সময় তিনি ওই শিশুটির বুক ও পিছনের অংশে সজোরে আপত্তিকরভাবে স্পর্শ করতে থাকে। শিশুটি ভয় পেয়ে দৌড়ে পাশের আরেকটি দোকানে চলে যায়। শিশুনিপীড়ক নুরুল ইসলামও পেছন পেছন ওই শিশুটির দিকে এগিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, শিশুকে যৌন হয়রানির অভিযোগ পেয়ে পুলিশের একটি টিম ভিডিও দেখে শিশুনিপীড়ক নুরুল ইসলামের পরিচয় শনাক্ত করে সাতকানিয়া পৌরসভা ছমদরপাড়ায় অভিযান চালায়। দুবাইপ্রবাসী নুরুল ইসলামকে এ সময় বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় লোহাগাড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নিয়াতন আইন-২০০০ (সংশোধিত-২০২০) ধারায় মামলা হয়েছে।

রোববার (২৩ মার্চ) সকালে নুরুল ইসলামকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm