পুলিশের বড়ো কোনো আয়োজন এই প্রথম চট্টগ্রামে
নয় নারীসহ দশ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত হবেন ২৭ জুন
বাংলাদেশ পুলিশের বড় কোন আয়োজন প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) ১০ কর্মকর্তাকে পুরস্কৃত করা হচ্ছে ২৭ জুন। নারী দিবস ২০১৯ উপলক্ষে এ পুরস্কার ঘোষণা করা হয়। এ উপলক্ষে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, পুলিশ প্রধান ড. জাবেদ পাটোয়ারী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত থাকবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (২৪ জুন) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স হলে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান।
সিএমপি কমিশনার বলেন, পুলিশ বাহিনীতে প্রায় ২৩ হাজার নারী সদস্য কর্মরত আছেন যা মোট জনবলের সাত শতাংশ। এর মধ্যে ৭২ পুলিশ সুপার (এসপি)ও তদুর্ধ্ব কর্মকর্তা। অল্প সময়ের ব্যবধানে পুলিশের আরো গুরুত্বপূর্ণ পদে নারী কর্মকর্তা দেখা যাবে।
তিনি আরো জানান, একই দিন কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশও অনুষ্ঠিত হবে। বিকাল চারটায় দামপাড়া পুলিশ লাইন্সের সামনে থেকে র্যালি বের হয়ে জিইসি কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, সাংসদ মঈনুদ্দিন খান বাদল, ডা. আফসারুল আমিন, এম এ লতিফ, মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ বিশিষ্টজনরা সমাবেশে যোগ দেবেন।
এর আগের দিন (বুধবার) বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের দিনব্যাপি প্রশিক্ষণমূলক সেমিনার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে। সেমিনারের আগের জামালখান মোড় থেকে র্যা লি বের করা হবে বলেও জানানো হয়।
নারী দিবস ২০১৯ উপলক্ষ্যে র্যাব-৮ (বরিশাল)এর অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম পাচ্ছেন সাহসিকতায়, তার সাথে আছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রাণী সাহা। সেবার জন্য পাচ্ছেন রাজারবাগ স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মাফুজা বেগম, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো উত্তরে কর্মরত পুলিশ সুপার মিনা মাহমুদা, ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মাহফুজা লিজা, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী। কমিউনিটি সার্ভিসে বরগুনার জাগরণী নারী সহায়তা কেন্দ্রে কর্মরত উপ-পরিদর্শক (নিরস্ত্র) জান্নাতুল ফেরদৌস ও জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কর্মরত পুলিশ সদস্য নুসরাত জাহান। শান্তিরক্ষা মিশনে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (হেলথ অ্যান্ড এডুকেশন)তাপতুন নাসরীন। প্রমোশন অব জেন্ডার সেনসিটিভিটিতে চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার শ্যামল কুমার নাথ (সদর), হারুনুর রশিদ হাযারী (ট্রাফিক-উত্তর), বিজয় বসাক (উত্তর), এস এম মেহেদী হাসান (দক্ষিণ), আবদুল ওয়ারিশ (সিটি এসবি) মো. শহীদুল্লাহ (সিটি)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এফএম /এসএস