পুলিশের বিশেষ অভিযান, লোহাগাড়ায় ১২ হাজার ইয়াবাসহ একজন ধরা

মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযানে চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ একব্যক্তিকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের দায়ে একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার এএসআই মুজিবুর রহমান।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর একটায় এসআই যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মো. আলীম মিয়া (৩০)। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মাউছামান্দ্রা এলাকার মনিরের ছেলে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, পুলিশের বিশেষ অভিযানে ১২ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করি‌। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm