কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করে জেলা পুলিশের বিশেষ টিম। গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন নিয়মিত মামলার এবং সাতজন আদালতের পরোয়ানাভুক্ত আসামি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। অপরাধ দমন করতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এএইচ


