পুলিশের পেঁয়াজ বিক্রি শুরু, নগরীর ৫ থানায় চলছে বেচাকেনা

চট্টগ্রাম নগরীর ৫টি স্পটে এবার ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পেঁয়াজের মূল্যে লাগাম টানতে আজ থেকে পুলিশও শুরু করলো পেঁয়াজ বেচাকেনা।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় সিএমপির উদ্যোগে ও পুনাকের ব্যানারে নগরীর পাহাড়তলী থানায় পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) মো. কামরুল ইসলাম, পাহাড়তলী থানার ওসি মো. মঈনুর রহমান।

পুলিশের পেঁয়াজ বিক্রি শুরু, নগরীর ৫ থানায় চলছে বেচাকেনা 1

উদ্বোধনকালে নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক বলেন, জনদুর্ভোগ লাঘবে সিএমপি এখন থেকে পেঁয়াজ বিক্রি কার্যক্রম চালাবে।

উল্লেখ্য, আজ থেকে নগরীর ৫ থানায় পাহাড়তলী, কোতোয়ালী, খুলশী, চাঁন্দগাও ও ইপিজেড থানা থেকে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কেনা যাবে।

আদর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!