‘পুলিশের ছদ্মবেশ’ লুঙ্গি পরে দিনেদুপুরে আসামি ধরলো ওসি

লুঙ্গি পরে ছদ্মবেশ ধারণ করে বিশেষ কৌশলে বন মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সানু মংকে গ্রেপ্তার করেছে রাঙামাটির কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন ও তার ফোর্স।

শনিবার (৫ ডিসেম্বর) বিকেল চারটায় শিলছড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৪৬ বছরের বয়স্ক আসামি সানু মং শিলছড়ি বেলকাপাড়ার থুইচিং মং মারমার ছেলে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বলেন, ‘পুলিশের পোশাক পরলে আসামি পালিয়ে যেতে পারে। তাই আমি ফোর্স সাধারণ জামা ও লুঙ্গি পরে আসামিকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামিকে রোববার রাঙামাটি কোর্টে পাঠানো হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!