পুলিশের গুলিতে সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় তদন্ত শুরু

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ নিহত হওয়ার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি কাজ শুরু করেছে।

তদন্তের প্রথম দিনে মঙ্গলবার (৪ আগস্ট) কমিটির সদস্যদের নিয়ে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে বৈঠক করেন তদন্ত টিমের প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

বৈঠক শেষে বিকেলে তিনি সাংবাদিকদের জানান, এই ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হবে। এজন্য নিজেদের মধ্যে কর্ম পরিকল্পনা ঠিক করা হয়েছে।

তদন্ত টিমের প্রধান আরও বলেন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত শেষে সাতদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবে তদন্ত কমিটি।

এসময় তদন্ত কমিটির অন্য ৩ সদস্য যথাক্রমে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি লে. কর্নেল সাজ্জাদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন ও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাং শাজাহান আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (৩১ জুলাই) রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া এলাকায় পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!