চট্টগ্রাম নগরীর ষােলশহর ২ নম্বর গেইটে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবির আরও ৬ সদস্য আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৩টায় চট্টগ্রামের লােহাগাড়া থানার দরগামুড়া এলাকার মােহাম্মদ হােসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরােরিজম ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায়
ঘটনাস্থলের আশেপাশের ভিডিও ফুটেজ পর্যালােচনা এবং প্রযুক্তির সহায়তায় আসামীদের সনাক্ত করা হয়েছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্য সংগ্রহ করে লোহাগাড়া উপজেলা থেকে ছয় নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, আসামীরা নিষিদ্ধ ঘােষিত জঙ্গী সংগঠন নব্য জেএমবির সদস্য। স্বপ্রণোদিত হয়ে সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও শরিয়া আইন প্রতিষ্ঠার জন্যে স্থানীয়ভাবে দলবদ্ধ হয়ে তারা সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। অনলাইনে পাওয়া অপ্রচলিত মােবাইল ফোন এ্যাপস ব্যবহার করে ওই এ্যাপসের মাধ্যমে তারা দলের অন্যান্য সদস্যদের সাথে যােগাযােগ করে বােমা ও আইইডি তৈরির বিভিন্ন ভিডিও আদান-প্রদান করে। সেই অনুসারে স্থানীয় ভাবে মালামাল সংগ্রহ করে বােমা ও আইইডি তৈরি করে তারা।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় পুলিশ বক্সে বোমা হামলাকে প্রথমে বৈদ্যুতিক গোলযোগের বিস্ফোরণ ভাবা হলেও তদন্তে উঠে আসে এটি ছিল বোমা বিস্ফোরণ। বোমা হামলার পরদিন পাঁচলাইশ মডেল থানার মামলা দায়ের করা হয়।
এই মামলায় ইতোপূর্বে জেএমবির ৪ সদস্যকে আটক করা হয়। তারা প্রত্যেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং আদালতের আদেশে সবাই কারাগারে আছেন।
নতুন আটককৃত জেএমবির ছয় সদস্য হলেন, মহিদুল আলম (২৪), মােঃ জহির উদ্দিন (২৮), মােঃ মঈন উদ্দিন (২০), মােঃ আবু সাদেক (১৯), রহমত উল্লাহ আকিব (২৪) এবং মােঃ আলাউদ্দিন। এরা সবাই লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।
এফএম/এমএফও