পুরাতন রেলস্টেশনে জুয়ার আসরে অভিযান, সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামের রেলওয়ে পুরাতন স্টেশনে জুয়ার আসরে আবারও অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানে জুয়ার সরঞ্জাম উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শনিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম পুরাতন রেলস্টেশনে শেখ রাসেল স্মৃতি সংসদ নামের একটি ক্লাবে এই অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ।

জানা গেছে, শেখ রাসেল স্মৃতি সংসদ নামের ক্লাবটি পরিচালনা করেন জুয়েল (৩০) নামের এক যুবক। নিজেকে ক্লাবের সাধারণ সম্পাদকের পাশাপাশি রেল শ্রমিক লীগের নেতা হিসেবে দাবি করেন। বিভিন্ন অনুষ্ঠানে তোলেন ব্যানারও। আর এসবের আড়ালে বসান জুয়ার আসর।

সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘এর আগে অভিযান চালিয়ে এই জুয়ার আসর বন্ধ করার পরও রেল শ্রমিক লীগের ব্যানারে শেখ রাসেল ক্লাবের জুয়েল আবারও আসর বসায়। তবে অভিযানের খবর পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!