ছবির গ্যালারি/ পুকুর নয়, এর নাম পোর্ট কানেকটিং রোড!

বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক পোর্ট কানেকটিং রোড। প্রতিদিন বন্দর ব্যবহারকারী কয়েক হাজার গাড়ি এই সড়ক দিয়ে চলাচল করে। এর বাইরে আশেপাশের বিভিন্ন এলাকার অন্তত ১০ লক্ষাধিক মানুষ চলাচলের জন্য সড়কটি ব্যবহার করে থাকে। দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা অত্যন্ত করুণ। ছোট-বড় অসংখ্য গর্তে পুরো সড়কটিই হয়ে আছে বিপজ্জনক। এসব গর্তে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটির একটি অংশ কোনোভাবে সচল করা গেলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিযুক্ত ঠিকাদারের গাফিলতি ও হেলাফেলায় নয়াবাজার থেকে অলংকার মোড় পর্যন্ত সড়কটি ভয়াবহ রূপ নিয়েছে। মানুষের এই দুর্ভোগের শেষ কবে হবে কেউ জানে না।

মঙ্গলবার পোর্ট কানেকটিং রোড ঘুরে ছবিগুলো তুলেছেন আজীম অনন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm