চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় একটি পুকুর থেকে সেলিনা বেগম (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। ওই গৃহবধূ মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
সোমবার (১২ জুন) দুপুরে লাশটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই বিষয়ে নিহতের স্বামী মোহাম্মদ আরিফ জানান, রোববার রাতে ঘুম ভাঙলে দেখতে পান তার পাশে স্ত্রী নেই। পরে তিনি অনেক খোঁজাখুঁজি করে সকালে জানতে পারেন, পাশের মাস্টার কলোনির পুকুরে একটি লাশ ভাসছে। সেখানে গিয়ে লাশটির পোশাক দেখে ধারণা করেন, এটি তার স্ত্রী। তারপর দুপুরের দিকে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘নিহত গৃহবধূ বাড়বকুণ্ড নতুনপাড়া গ্রামের বাসিন্দা আরিফের স্ত্রী। তার এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, গৃহবধূ সেলিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।’
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
ডিজে