s alam cement
আক্রান্ত
৭৪৫৬২
সুস্থ
৫৩৬৬২
মৃত্যু
৮৭৪

পুকুরে ডুব দিয়ে মায়ের কাছে চলে গেল দুই বছরের শিশুটি

0

জন্মের সময়েই মারা গিয়েছিলেন মা। এরপর দুই বছর পৃথিবীতে কাটিয়ে ছেলেটিও চলে গেল মায়ের কাছে।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় পুকুরে ডুবে দুই বছরের এক মা হারা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চরলক্ষ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী আবদুর রহিম মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম ফরহাদ। দুই বছর আগে তার জন্মের সময়েই তার মা মারা যান। এরপর থেকে চাচী তাকে লালনপালন করে আসছিলেন।

জানা গেছে, ঈদুল আজহার দিন সকালে বাড়ির লোকজন ঈদের নামাজ পড়তে চলে যায়। দুই বছরের শিশু ফরহাদ এ সময় খেলতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ফরহাদের নিথর শরীরটি পানিতে ভাসতে দেখা যায়।

ফরহাদকে পানি থেকে তুলে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২৬ মে চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে আনান (৪) নামে অপর এক শিশুর মৃত্যু হয়। বাড়ির সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও পরিববারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর শিশু আনানের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm