চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে মো. সামির নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের পশ্চিমপাড়া আহসান উল্লাহ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
শিশু সামির (২) স্থানীয় মো. ফরিদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় সামির। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে উদ্ধার করা হয়।
এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘সামিরকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। তবুও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’
ডিজে