পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু পেকুয়ায়

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো বারবাকিয়া ইউপির পূর্ব জালিয়াকাটা এলাকার দুবাই প্রবাসী আব্দুর রহিমের ছেলে বাদশাহ মিয়া (৩) ও আবু রশিদের মেয়ে তাসফিয়া (৪)। তারা আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।

নিহতদের স্বজন শিক্ষক হেলাল উদ্দিন বলেন, ‘বাড়ির নিকটবর্তী পুকুরে দাদি কাপড় ধুতে গেলে পেছনে পেছনে ছুটে যায় বাদশাহ ও তাসফিয়া। দাদি কাপড় ধুয়ে বাড়িতে চলে আসেন। পরে দেখতে না পেয়ে দু’জনকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এক পর্যায়ে পুকুরে ভেসে উঠলে দু’জনের মরদেহ উদ্ধার করে পাড়ার লোকজন। দু’শিশুর করুন মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’

স্থানীয় ইউপি সদস্য আনিসুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm