পিকনিকের গাড়িতে হিন্দি গান, ধাওয়া করে আটকালেন ইউএনও

পিকনিকের গাড়ি বিকট শব্দে হিন্দি গান বাজিয়ে ছুটছিল আনোয়ারার পারকি সৈকতের দিকে। কর্ণফুলী সেতু হতেই গাড়িটিকে থামার সংকেত দেন কর্ণফুলী উপজেলার ইউএনও। কিন্তু গাড়িটি গতি আরও বাড়িয়ে চলে যায়। শেষে দুই কিলোমিটার ধাওয়া করে সেই গাড়ির চালককে জরিমানা করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেই গাড়িতে হিন্দি গান বাজানোর দায়ে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানার ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। ওই চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, রোববার সকালে আনোয়ারার পারকি সৈকতগামী একটি পিকনিকের ট্রাক বেপরোয়া গতিতে ও উচ্চস্বরে হিন্দি গান বাজিয়ে শাহ আমানত সেতুর টোল প্লাজা অতিক্রম করছিল।

অবস্থা দেখে ওই সময় গাড়িটিকে থামানোর সংকেত দেন কর্ণফুলীর ইউএনও। কিন্তু চালক না থেমে উল্টো গতি বাড়িয়ে চলে যান।

এরপর গাড়িটিকে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে ক্রসিং এলাকায় গিয়ে ট্রাকটিকে আটক করা হয়। পরে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, ভাষার অসম্মান করে নেচে-গেয়ে বিদেশি গান বাজানোর কারণে জরিমানা করা হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!