পিকআপে লুকানো ১০ হাজার ইয়াবা, চট্টগ্রামে ব্যবসায়ী আটক

চট্টগ্রামের বায়েজিদে ১০ হাজার ইয়াবাসহ মো. ইব্রাহিম খলিল (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় ইয়াবা বহনকৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরের দিকে বায়েজিদের অক্সিজেন এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম কুমিল্লা জেলার বরুড়া থানার মোয়ার্ত্তা গ্রামের মনতাজের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন বলেন, পিকআপ ভ্যানে করে ইয়াবা আসছে এমন খবর পেয়ে আজ দুপুরে অক্সিজেন এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ইব্রাহিম খলিল নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে সিটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং পিকআপটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

পিকআপে লুকানো ১০ হাজার ইয়াবা, চট্টগ্রামে ব্যবসায়ী আটক 1

তিন আরও বলেন, দীর্ঘদিন ধরে মালামাল বহনের আড়ালে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ইব্রাহিম খলিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে থানায় হস্তাস্তর করার প্রক্রিয়া চলছে।

মুআ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm