পিআইবির ৩ দিনের সাংবাদিক প্রশিক্ষণ শুরু পটিয়ায়

চট্টগ্রামের পটিয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ‘বুনিয়াদি সাংবাদিকতা’ বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৯ আগস্ট) সকালে পটিয়া পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল।

বিএমএসএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ও পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সভাপতিত্বে এতে প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুর। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আনােয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন শাহ্‌, সাংবাদিক কাউছার আলম, সাংবাদিক ওসমান হোসাইন, সাংবাদিক নুরুল আলম।

প্রশিক্ষণে পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছে।

ডিজে

ksrm