চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবা এলাকার পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। নিহত দুই শিশু হল আগ্রাবাদ ডেবারপাড়ের বাসিন্দা আব্দুল করিমের মেয়ে নুসরাত জাহান মেঘলা (৩) ও আবদুল করিমের ভাই জাহাঙ্গীর আলমের মেয়ে লামিয়া আক্তার জান্নাত (৪)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, বুধবার (৪ ডিসেম্বর) বিকেল থেকে এই দুই শিশু নিখোঁজ হলে তাদের পরিবার থানায় এসে জিডি করেন। এর ভিত্তিতে আমরা অনেক খোঁজাখুঁজি করি। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেলে ঘটনাস্থলে গিয়ে শিশু দুটির লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, ‘তাদের বস্তির পাশেই পুকুর। পুকুরপাড়ের ঘাট ছিলো শেওলাযুক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো দুজনই একসাথে পুকুর ঘাটে গিয়েছে। এরপর পা পিছলে পানিতে পড়ে মারা গিয়েছে। কিছুক্ষণ আগেই শিশু দুটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এনজে/সিপি