পাহাড় কেটে প্লট ও বাড়ি তৈরি, কক্সবাজারে ২০ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার শহরের লাইট হাউজ সৈকত পাড়ায় পাহাড় কেটে প্লট ও বসতবাড়ি তৈরি করছে স্থানীয় কিছু ভূমিদস্যু। আবার এসব প্লটে অনেকে বসতবাড়িও স্থাপন করেছে। এমন খবর পেয়ে বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার মুক্তার। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ সংশ্লিষ্টরা।

কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার বলেন, দখলদারেরা ওই এলাকায় পাহাড় কেটে প্লট তৈরির পাশাপাশি টিনের বেড়াঘেরা দিয়ে পাহাড়ি এলাকা দখল করে রেখেছিল। আজ অভিযান চালিয়ে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm