চকবাজারের পার্সিভ্যাল পাহাড় কেটে ভবন বানাচ্ছে এপিক

বায়েজিদে পাহাড় কাটাছে সমবায় আবাসিক, এপিক ডেভেলপমেন্টের জরিমানা মাত্র ৯৬ হাজার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় পাহাড় কাটার দায়ে সমবায় আবাসিক প্রাইভেট লিমিটেডকে ২ লাখ ৫ হাজার টাকা এবং পার্সিভ্যাল পাহাড় কাটার দায়ে এপিক ডেভেলপমেন্ট লিমিটেড কর্তৃপক্ষকে ৯৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (২৭ অক্টোবর) শুনানি শেষে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পায়। প্রমাণের ভিত্তিতে দুই প্রতিষ্ঠানকে ২৭ অক্টোবর শুনানি শেষে ৩ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় তাদের শুনানির জন্য ডাকা হয়। পরিবেশের ক্ষতি সাধন করায় শুনানি শেষে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করার জন্য বলা হয়েছে।’

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!