কক্সবাজারের টেকনাফে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় ইসলাম মিয়া (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৭টায় হোয়াইক্যং মহেশখালীয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসলাম হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়াপাড়ার বাসিন্দা আবদুল আজিজের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাহেদ হোসেন। তিনি বলেন, ‘ইসলাম মিয়া পশ্চিম মহেশখালীয়াপাড়ায় পাহাড় কাটতে গেলে মাটি চাপা পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।’
এএইচ