পাহাড়ে মদের কারখানা, র‌্যাবের জালে আটক ৪ মাদক কারবারি

প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গহীন পাহাড়ে গড়ে উঠেছে মদ তৈরির কারখানা। পাহাড়ে তৈরি এসব মদ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করছে একটি চক্র। অবশেষে র‌্যাবের জালে আটকা পড়ল ৪ মাদক কারবারি।

শনিবার (৮ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ ৪ জন মাদক কারবারিকে আটক করে র‌্যাব-৭।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আটক মাদক কারবারিরা হলো- রাঙ্গুনিয়া থানার মুসুবাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আহমদ ছফার দুই ছেলে মো. লিয়াকত (২৪) ও মো. আজগর আলী(২০), নবী হোসেনের ছেলে নুর হোসেন (২১) এবং আবদুর রহমানের ছেলে রমজান আলী (১৯)।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে রাঙ্গুনিয়ার ত্রিপুরা সুন্দরী ভরনছড়ি এলাকার বড় খোলার দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাই মদসহ ৪ জন মাদক কারবারিকে আটক করে। এ সময় ১২ হাজার ৮৫০ লিটার দেশিয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে আটক মাদক কারবারিদের রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!