পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি, অভিযানে ৪৭ পরিবার উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার এ কে খান পাহাড়ে অবৈধভাবে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসরত ৪৭ পরিবার উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৩ জুন) জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ও ফাহমিদা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লালখান বাজার সংলগ্ন এ কে খান পাহাড়ে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ অভিযানে ৪৭টি টিনের ঘর উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযানে পরিবেশ অধিদপ্তর, পিডিবি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ও ৮০ জন শ্রমিক অংশ নেন।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!