s alam cement
আক্রান্ত
২৫৫৯৪
সুস্থ
২২৭২৭
মৃত্যু
৩২০

পাহাড়ে ঝুঁকিপূর্ণদের সরাতে মাইকিং, চট্টগ্রামে খোলা হয়েছে ১৫ আশ্রয়কেন্দ্র

0

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে পাহাড়ধসের আশংকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরাতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) মাইকিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। একইসঙ্গে এসব ঝুঁকিপূর্ণদের জন্য পাহাড়তলী, খুলশী, বাকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ ও কাট্টলীতে খোলা হয়েছে মোট ১৫টি আশ্রয়কেন্দ্র। এছাড়া স্থানীয় মসজিদ-মাদ্রাসা থেকেও নিয়মিত মাইকিং করা হচ্ছে বলে জানা গেছে।

এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার রাজিব হোসাইন।

জেলা প্রশাসনের প্রস্তুত করা আশ্রয়কেন্দ্রগুলো হল- কৈবল্যধাম বিশ্বকলোনির কোয়াড পি-ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়, ফিরোজ শাহ হাউজিং এস্টেটের ফিরোজ শাহ কলোনি প্রাথমিক বিদ্যালয়, ফিরোজ শাহ হাউজিং এস্টেট এইচ ব্লকের বায়তুল ফালাহ আদর্শ মাদ্রাসা, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ বাজার সংলগ্ন শেড, রউফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, রশিদিয়া রউফাবাদ আলিম মাদ্রাসা, মহানগর পাবলিক স্কুল, আল হেরা মাদ্রাসা, আমিন জুট মিলস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লালখানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলিম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবাদ উল্লাহ পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝর্ণা ইউসেফ স্কুল, শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়।

এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ইতোমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ManaratResponsive

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

আরও পড়ুন
ksrm