‘পাহাড়ের গ্যাপের অন্ধকার দূর করতে কাজ করছে সেনাবাহিনী’

0

‘পাহাড়ের গ্যাপে যে অন্ধকার আছে তা দূর করতে সেনাবাহিনী কাজ করছে’ বলে দাবি করেছেন রাঙামাটি জোনের কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘সেনাবাহিনীর প্রচলিত দায়-দায়িত্বপালন ছাড়াও ভালো কাজে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। সুবিধাবঞ্চিতদের জন্যও কাজ করছে, ভবিষ্যতেও করবে’।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কাউখালীর ঘাগড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। অনুষ্ঠানে ‘বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট-২০১৯ (অনুর্ধ-১২)’ বিভাগীয় পর্যায়ে ‘চ্যাম্পিয়ন’ ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি রিজিয়ন ও সেনা জোন।

আগামীতে জাতীয় পর্যায়ে ঘাগড়ার মেয়েরা নেতৃত্ব দেবে- এমন প্রত্যাশা জানিয়ে জোন কমান্ডার বলেন, ‘আধুনিক কোনো সুযোগ-সুবিধা নেই, তবুও পাহাড়ের মেয়েরা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। এটা অব্যাহত রাখতে সেনাবাহিনী পাশে থাকবে’।

s alam president – mobile

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সেনা জোনের মেজর (জিটু) মো. মহিউদ্দিন ফারুকী। বক্তব্য রাখেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগদিশ চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুভাস চাকমা ও প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ।
এ সময় স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। পরে প্রধান অতিথি সংবর্ধিত ফুটবল দলকে খেলার সামগ্রী, পোশাক ও নগদ অর্থ সহায়তা দেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!