পাহাড়তলীতে ৪ হাজার ইয়াবাসহ দুই যুবক ধরা

চট্টগ্রামের পাহাড়তলীতে চার হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর অলংকার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজারের টেকনাফ উপজেলার মো. আলী প্রকাশ লাল মিয়ার ছেলে মো. শাহজাহান (২০) ও একই এলাকার সুলতানের ছেলে মো. জসিম (১৮)।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, পাহাড়তলীর অলংকার মোড়ে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ব্যাগের ভেতর ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

এএন/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm