পাহাড়তলীতে রেলের ডিজেলসপে চুরি, রেল নিরাপত্তা ও আনসারের দুই সদস্য ক্লোজ

রেলওয়ে পূর্বাঞ্চলের ডিজেল সপ কারাখানা শাখায় বাসবার ও কন্ট্রোলার যন্ত্রপাতি চুরি হয়েছে। এ ঘটনায় একজন আনসার সদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) আরেকজন সদস্যকে ক্লোজ করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের পাহাড়তলী কারখানার ডিজেলশপে ভোর সাড়ে ৪টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

ক্লোজ হওয়া দুই সদস্য হলেন আনসার সদস্য মাসুদ রানা ও আরএনবি সদস্য শাহীন ফরাজি।

আরএনবি’র ইনচার্জ সুমন এই চুরির সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, ডিজেল সপ কারখানায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য দায়িত্ব পালনের কথা। সেখানে ৫ জন নিরাপত্তাকর্মী দায়িত্বপালন করছিলেন চুরির ঘটনার সময়। এই দুর্বলতার সুযোগ কাজে লাগায় চোরের দল।

আরএনবি’র চিফ ইন্সপেক্টর (সিআই) একরামুল হক বলেন, ‘এখনও মালামাল খোয়া যাওয়ার পূর্ণ তালিকা আমরা পাইনি। দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় একজন আনসার ও একজন আরএনবি সদস্যকে ক্লোজ করা হয়েছে।’

ডিজেল সপ তত্বাবধায়ক রাজীব কুমার দেবনাথ বলেন, ‘প্রাথমিকভাবে বাসবার ও কন্ট্রোলার চুরির বিষয়টি নিশ্চিত হলেও আরও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। পুরো তালিকা পাওয়া যাবে যাচাই-বাছাইয়ের পর। চুরির ঘটনার মামলার প্রস্তুতি চলছে।’

এমএফও/জেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!