পাহাড়তলীতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

0

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গোপাল দাশ (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুন) সকাল ৮ টার দিকে দক্ষিণ কাট্টলীর রাণী রাসমনি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোপাল দাশ স্থানীয় হরিলাল দাশে ছেলে। দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক গোপাল পেশায় সাগর থেকে মাছ ধরার কাজ করতেন।

তাঁর চাচা জগদীশ দাশ বলেন, রাস্তা পারাপারের সময় তাকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়িটি সম্পর্কে কেউ কিছুই দেখেনি। তবে রাস্তার ধারে গোপালকে পড়ে থাকতে দেখে স্থানীয় আমাকে ফোন দেন। আমি তাকে চমেক হাসপাতালে নিয়ে আসি।

s alam president – mobile

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) শিলাব্রত বড়ুয়া জানান, দক্ষিণ কাট্টলির রানী রাশমনি ঘাটের সাগর পাড় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!