চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজারের বেশ কিছু দোকানে ছিল না মূল্য তালিকা। সেইসঙ্গে ক্রয় রশিদ ও মূল্য কারচুপির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে মূল্য তালিকা না থাকা ও কারচুপির অপরাধে মেসার্স মীম এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স শফি ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান জানান, অভিযানে দেখা গেছে, দোকানে মূল্য তালিকা টাঙানো হয়নি, ক্রয় রশিদও ছিল না। এসব কারচুপির অপরাধে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছি।
আরএ/ডিজে